কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনে বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও এশিউর গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদী সভাপতি এবং দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার পল্টনস্থ কুষ্টিয়া ভবনে প্রধান নির্বাচন কমিশনার এবিএম কামারুল ইসলামের নেতৃত্বে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় পূর্ণ প্যানেল অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সভাপতি শেখ সাদী কুষ্টিয়া ও ঢাকায় সমাজসেবাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।