পহেলা বৈশাখ বাঙালির জাতি চেতনাকে সংস্কৃতির পাটাতনের ওপর প্রতিষ্ঠিত করে নবতর মানবিক ও শৈল্পিক চেতনায় উদ্বুদ্ধ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার কুমারখালি থানার শিলাইদহ কুঠিবাড়ীতে উপস্থিত দর্শনার্থী, শিশু-কিশোর, সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী, পথচারীসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে পান্তা ইলিশের সাথে পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের সরব উপস্থিতিতে দিনটি আলোয়-ফুলে-গানে- রঙিন সাজে ও আনন্দে ভরে উঠেছিল। এভাবেই আমাদের চিত্ত পরিপূর্ণ হোক। দু’হাত বাড়িয়ে পরস্পরকে আলিঙ্গন করে হৃদয় থেকে নিঃসৃত হোক ভ্রাতৃপ্রেম ও ঐক্যবোধ……
বাংলাদেশ জিন্দাবাদ।